দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গ শহরে নিজ বাসা থেকে প্রবাসী বাংলাদেশি শান্তা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শান্তা
শান্তা ইসলাম ও সুমন আহমেদ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গ শহরে নিজ বাসা থেকে প্রবাসী বাংলাদেশি শান্তা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর থেকে শান্তার স্বামী সুমন আহমেদ পলাতক রয়েছেন।

বাংলাদেশি কমিউনিটির সংগঠক ও প্রবাসী সাংবাদিকরা এ তথ্য জানিয়ে বলেছেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার থলপাড়া গ্রামের বাসিন্দা শান্তা ইসলাম। স্বামী সুমন আহমেদ একই জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

শান্তার প্রতিবেশী বাংলাদেশিরা সাংবাদিকদের জানান, স্বামীর নির্যাতনের কথা জানিয়ে প্রবাসী স্বজনদের কাছে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন শান্তা। তাকে নিতে গত রোববার স্থানীয় সময় সকালে এক আত্মীয় লাইডেনবার্গের বাসায় যান।

কলিংবেল বাজিয়ে সাড়া না পাওয়ায় তার সন্দেহে জাগে। তিনি থানায় জানালে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে শান্তার মরদেহ তাকে দেখতে পায়।

পলাতক স্বামী সুমনের সন্ধানে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুমনের সন্ধান পেতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন নিহত শান্তার স্বজনরা।

Comments