রানির মৃত্যুতে অস্ট্রেলিয়ায় ১ দিনের ছুটি, ৫০০ মিলিয়ন ডলার লোকসানের আশঙ্কা

ছবি: সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর শোকে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশটিতে সাধারণত শনিবার ও রোববার সরকারি ছুটি থাকে। এ সপ্তাহে বৃহস্পতিবারও ছুটি থাকায় মাঝখানে শুক্রবার দিনটিতে ছুটি নিলে মিলবে টানা ৪ দিনের ছুটি। সেজন্য এই শুক্রবার হাজার হাজার অস্ট্রেলিয়ান 'শারীরিক অসুস্থতার বাৎসরিক পাওনা ছুটি' নিচ্ছেন। এতে তারা টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন ঠিকই, কিন্তু এর প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে।

ধারণা করা হচ্ছে, কর্মজীবীদের এই পদক্ষেপে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের লোকসানে পড়বে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন।

উৎপাদন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'ফাইন্ডার' এরইমধ্যে একটি জাতীয় সমীক্ষায় দেখিয়েছে, ১ দশমিক ৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান কর্মী (জনসংখ্যার ১৩ শতাংশ) এ পর্যন্ত এ বছর অসুস্থ হয়ে ছুটি নিয়েছেন।

ফাইন্ডারের একজন অর্থ বিশেষজ্ঞ বলেছেন, নিয়োগকর্তারা এই শুক্রবার কর্মীদের অনুপস্থিতিতে একটি বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন।

'শ্রমিকরা সরকারি বোনাস ছুটির সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং এতে এটি একটি দীর্ঘ ছুটিতে পরিণত হবে', তিনি বলেছেন।

দ্য বিগ গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রুস কীবোর এএফএল গ্র্যান্ড ফাইনাল ইভেন্ট আয়োজনের সঙ্গে জড়িত।

তিনি বলছেন, এই অপ্রত্যাশিত ছুটি তার কোম্পানির জন্য খারাপ হয়েছে।

জাতীয় শোক দিবস ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বলেছেন, 'সরকারি ছুটির দিনে অপরিহার্য সবকিছু খোলা থাকবে। কর্মীদের জন্য সরকারি ছুটির দিনে পেনাল্টি রেট প্রযোজ্য। এটি শুধু ১ দিনের জন্য। এটি একটি ঐতিহাসিক দিন।'

আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

37m ago