জাপানে দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। জাপানপ্রবাসীরা শারদীয় দুর্গোৎসবে মেতেছেন। জাপানে প্রায় ৫ শতাধিক বাঙালি সনাতন ধর্মাবলম্বী আছেন, আছে সার্বজনীন পূজা কমিটি।
জাপানে প্রতি বছরই দুর্গাপূজা উদযাপন করা হয়। এবারের আয়োজনটি ছিল সার্বজনীন পূজা কমিটি জাপানের ২৭তম আয়োজন। ২ অক্টোবর রোববার টোকিও'র কিতা সিটি 'উকিমা ফুরেআইকান'-এ অস্থায়ী মণ্ডপে দিনব্যাপী এ উৎসবের মেতে ছিলেন সবাই। সেখানে ছিল উপচে পড়া ভিড়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ। পূজা বিষয়ক ধর্মীয় আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সার্বজনীন পূজা কমিটি জাপানের নেতারা। আলোচনা পর্বটি পরিচালনা করেন তনুশ্রী গোলদার বিশ্বাস।
আলোচনা সভা শেষে শিশু-কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠানে এক ঝাঁক শিশু-কিশোর অংশ নেয়। এ ছাড়াও, ড. তপন কুমার পাল পরিচালিত 'শিশু শিল্পী একাডেমি জাপান'-এর শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করে। শিশু-কিশোরদের সাংস্কৃতিক পর্বের শেষে ভক্তিমূলক সংগীতানুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী সাংস্কৃতিক সংগঠন 'উত্তরণ' বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান।
সবশেষে সন্ধ্যা আরতি, মিষ্টিমুখ, সিঁদুর ছোঁয়া, আনন্দ আলিঙ্গন, প্রণাম এবং প্রতীকী প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় দুর্গোৎসব।
Comments