মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি ও শ্রমিক সরবরাহকারী ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি ও অবৈধভাবে শ্রমিক সরবরাহকারী ৫ বাংলাদেশিসহ একটি সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি ও অবৈধভাবে শ্রমিক সরবরাহকারী ৫ বাংলাদেশিসহ একটি সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার রাজধানী পুত্রযায়ায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান ইমিগ্রেশন মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ।

তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ৫ বাংলাদেশির সঙ্গে স্থানীয় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

খাইরুল জাইমি দাউদ জানান, মূল হোতা ২ বাংলাদেশির নেতৃত্বে সিন্ডিকেট ভুয়া অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশী কর্মী সরবরাহ করে আসছিল। গত ৮ মাস ধরে এভাবে প্রায় ৮ লাখ ৮০ হাজার রিঙ্গিত আয় করেছে বাংলাদেশি ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটটি।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, 'সিন্ডিকেটের টার্গেট ছিল বিদেশি শ্রমিক। যাদের কোনো বৈধ পাস বা ভ্রমণ নথি নেই। সিন্ডিকেটটি বিদেশীদের (পিএলকেএস) স্টিকার পাওয়ার জন্য প্রত্যেকের কাছে ৫ হাজার থেকে ৬ হাজার রিঙ্গিত চার্জ করত।'

লেখক:  মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক

Comments