মালয়েশিয়ায় ভুয়া ভিসা তৈরির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মালয়েশিয়ায় ভুয়া ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশি ও তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

গত শুক্রবার জহুর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক অভিযান চালায়। 

অভিযানে পাসির গুদাংয়ের একটি ফ্ল্যাটে নকল ভিসা বানানোর সরঞ্জাম ও পাসপোর্টসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আরও কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়।

জহুরবারু ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহিরের বরাত দিয়ে শনিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা বার্নামা জানায়, অভিযানে আলমারিতে লুকিয়ে রাখা বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের ১৩টি পাসপোর্ট ও নগদ ৩৪ হাজার ৯৮৩ রিঙ্গিত জব্দ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিল বিদেশিরা, প্রধানত বাংলাদেশের নাগরিক, যাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট নবায়ন ও লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামে নিবন্ধন করতে প্রতি আবেদনে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো। 

বাহারউদ্দিন বলেন, অভিযানে জব্দকৃত পাসপোর্ট ও পারমিটগুলো আসল নাকি ভুয়া, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনসাধারণকে এজেন্টদের প্রতারণা এড়াতে ইমিগ্রেশন অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এর আগে অক্টোবরে জহুর ইমিগ্রেশন গেলাং পাতাহতে বিদেশি কর্মীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট জাল করার সঙ্গে জড়িত আরেকটি সিন্ডিকেটের বাংলাদেশিসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

এই চক্রটি গত এক বছর ধরে শ্রম বিভাগের সঙ্গে ভ্রমণ নথি, ফ্লাইট টিকেট, ই-ভিসা এবং নিবন্ধন পরিষেবা জালিয়াতির সঙ্গে জড়িত ছিল এবং এর মাধ্যমে কয়েক হাজার রিঙ্গিত মুনাফা অর্জন করেছে।
 

Comments

The Daily Star  | English

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

25m ago