মালয়েশিয়ায় বড়দিনের বর্ণিল উদযাপন

মালয়েশিয়ায় বড়দিন উদযাপন। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বড়দিন উদযাপন। ছবি: সংগৃহীত

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও এই ধর্মের অনুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।

দিনটি উপলক্ষে দেশটির রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগাং আল-সুলতান আব্দুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রানি পারমাইসুরি আগোং তুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও শুভেচ্ছা জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ, উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি ও প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী (ফেডারেল টেরিটরি) ড. জালিহা মুস্তাফা।

এছাড়া যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল, নারী, পরিবার ও সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি, পরিবহন মন্ত্রী অ্যান্টনি লোক, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী রাফিজি রামলি, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী তেংকু দাতুক সেরি জাফরুল আবদুল আজিজ ও প্ল্যান্টেশন ও কমোডিটি মন্ত্রী দাতুক সেরি জোহরি আবদুল গনি সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

রাজা ও রানি তাদের শুভেচ্ছা বার্তায় বলেছেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ মালয়েশিয়া। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্প্রীতির এই মহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।'

দেশটির প্রতিটি প্রদেশে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর বসবে আজ।

রাজধানীর প্রতিটি গির্জা ও এর আশপাশ সাজানো হয়েছে রঙিন বাতিতে। জরি দিয়ে গির্জার ভেতরের অংশ সুসজ্জিত করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Can monetary policy rescue the economy?

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

6h ago