আমিরাতের ভিসাধারীরা ৬ মাসের বেশি সময় দেশে থাকতে পারবেন

আরব আমিরাত, প্রবাসী, দুবাই,
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কর্মীরা এখন থেকে ৬ মাসের বেশি সময় দেশে থাকলেও ভিসা বাতিল হবে না৷

ছুটিতে গিয়ে ৬ মাসের বেশি সময় দেশে থেকে আবারও আমিরাতে প্রবেশ করতে পারবেন রেসিডেন্সি ভিসা বা আকামাধারী প্রবাসীরা।

চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে এই নতুন আইন কার্যকর হয়েছে।

এর আগে, নিয়ম অনুযায়ী ৬ মাসের বেশি সময় দেশে থাকলে রেসিডেন্সি ভিসা বাতিল হয়ে যেত৷ শুধু গোল্ডেন ভিসা ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ৬ মাসের বেশি বাইরে থাকার সুযোগ ছিল৷

ভিসার মেয়াদ থাকলে দেশে ৬ মাসের বেশি সময় থাকার সঠিক কারণ জানিয়ে ফেডারেল অথরেটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পর্টস সিকিউরিটিতে (আইসিপি) ১৫০ দিরহাম ফি দিয়ে আবেদন করে অনুমতি নিতে হবে৷

অনুমতি পেতে ৪-৫ দিন সময় লাগবে৷ আবেদনের সময় অবশ্যই স্পন্সরের অনুমতিপত্র সঙ্গে যুক্ত করতে হবে৷

এ বিষয়ে দুবাইয়ের স্কাইজুন ট্রাভেলের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ বলেন, 'অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে৷ যারা নিজে আবেদন করতে পারবেন না তারা দেশটির বিভিন্ন টাইপিং সেন্টার বা ট্রাভেল এজেন্সির সহায়তায় অনলাইনে আবেদন করতে পারবেন।'

এতদিন নানা কারণে দেশে বেশি সময় অবস্থান করা অনেক প্রবাসী পুনরায় আমিরাত ফেরার সুযোগ পাননি। তাই নতুন আইনের খবরে বাংলাদেশিসহ সব দেশের প্রবাসীরা খুশি।

লেখক: আমিরাতপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Khaleda calls for renewed pledge to restore democracy

BNP chief urges disciplined movement to honour late president Ziaur Rahman’s legacy

1h ago