গাড়ির ভেতর ৫ ঘণ্টা, সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর মৃত্যু
অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ির ভেতর প্রায় ৫ ঘণ্টা আটকা থাকার পর বাংলাদেশি বংশোদ্ভূত ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে।
আজ বৃহস্পতিবার গ্লেনফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ওই সময় গ্লেনফিল্ড এলাকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা ২ জনই বাংলাদেশি। শিশুটির বাবা বড় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ছোট শিশুটিকেও গাড়িতে করে নিয়ে যান। বড় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তিনি ছোট শিশুটিকে গাড়ি থেকে নামাতে ভুলে যান।
প্রায় ৫ ঘণ্টা পর বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় ছোট শিশুটির কথা তার মনে পড়ে। তখন তিনি শিশুটিকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। ওই সময় সেখানকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। খবর পেয়ে পুলিশ এবং প্যারামেডিকরা এসে শিশুটিকে মৃত ঘোষণা করে।
শিশুর বাবাকে ক্যাম্পবেলটাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি পুলিশকে জানিয়েছেন, শিশুটি সারাদিন বন্ধ গাড়িতে ছিল।
পুলিশ গাড়িটি জব্দ করেছে।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments