কুয়েতে পুলিশকে নিয়ে ‘আপত্তিকর’ টিকটক, বাংলাদেশি গ্রেপ্তার

শিগগিরই তাকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে বলে এক টুইট বার্তায় জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের ম্যাপ। ছবি: সংগৃহীত

কুয়েতে পুলিশের গাড়িতে পানির বেলুন ছুড়ে মারা এবং তা নিয়ে টিকটক বানানোর অপরাধে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ওয়াসিফ শান্ত কুয়েতের একটি কোম্পানিতে কাজ করেন। কাজের ফাঁকে নিয়মিত টিকটক ভিডিও করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

জানা গেছে, কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপনে টহলরত পুলিশের গাড়িতে পানির বেলুন ছুড়ে মারার পর সেটা ভিডিও করে টিকটক বানায় বাংলাদেশ ওয়াসিফ শান্ত। এ ঘটনার পর গত ২৬ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। শিগগিরই তাকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে বলে এক টুইট বার্তায় জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ১৯৬১ সালের ২৫ ফেব্রুয়ারি ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার পর দিনটিকে জাতীয় দিবস এবং ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার পর দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে কুয়েত সরকার।

এ ২টি দিন কুয়েতি নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও আনন্দ করে থাকেন। ছোট-ছোট ছেলে-মেয়েরা পানির পিস্তল, পানিভর্তি বেলুন নিয়ে রাস্তার ২ পাশে দাঁড়িয়ে একে অন্যের দিকে ছুড়ে মারে।

লেখক: কুয়েতপ্রবাসী সাংবাদিক

Comments