মালয়েশিয়ায় রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি গবেষক

তাওহীদ হাসান। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহীদ হাসান।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি) গতকাল সোমবার স্নাতকোত্তর গবেষক ও শিক্ষার্থীদের গবেষণার শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ 'টিএমএনএ রিসার্চ অ্যাওয়ার্ড' ঘোষণা করেছে।

পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহীদ হাসান এনার্জি হাইব্রিড মডেল নিয়ে ইউএমটিতে কাজ করছেন। করোনা মহামারিকালীন সংকটকে মাথায় রেখে দেশের স্বার্থে তিনি সৌরশক্তি পরিচালিত আইসিইউয়ের একটি মডেল তৈরি করেছেন।

২ মালয়েশিয়ান পিএইচডি সুপারভাইজারের সঙ্গে তার প্যানেলের সহ-তত্ত্বাবধায়ক হলেন অধ্যাপক ড. এম. রেজওয়ান খান, যিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সাবেক উপাচার্য এবং বুয়েটের সাবেক শিক্ষক।

ইউএমটি পিএইচডি গবেষক তাওহীদ হাসানের বেশ কয়েকটি গবেষণাপত্র রয়েছে এবং এর আগে তিনি গবেষণা বিষয়ক আরও পুরস্কার পেয়েছেন।

গতকাল ইউএমটি কনভেনশন সেন্টারে (ইউএমটিসিসি) অনুষ্ঠিত 'গবেষণা দিবস ২০২৩' উদযাপনের মাধ্যমে পুরস্কারগুলো প্রদান করা হয়, যার সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ফাদি আহমেদ। কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল অনুষ্ঠান।

ইউএমটি গবেষকরা তাদের অসামান্য গবেষণার জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার, স্বীকৃতির প্রশংসাপত্র পেয়েছেন। ২ জন স্নাতকোত্তর শিক্ষার্থী গবেষণার ওপর উপস্থাপনা প্রদর্শন করেন। সব পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি গবেষকও রয়েছেন।

ইউএমটি প্রোগ্রামের প্রধান, অনুষদের ডিন, অনুষদ সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago