আপিলে মৃত্যুদণ্ড থেকে বাঁচলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি

আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত
আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যার দায়ে সোহেল (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশিকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ফেডারেল আদালত।

গতকাল বুধবার দেওয়া এই রায়ে আসামিকে ১২ বার বেত্রাঘাতের নির্দেশও দেওয়া হয়।

আগের রায়ে হাইকোর্ড সোহেলকে মৃত্যুদণ্ড দিলেও এই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেওয়া হয় তাকে।

কোর্ট অফ আপিলের সভাপতি আবাং ইস্কান্দার জানান, ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি সোহেলকে আটক করা হয়। সেদিন থেকেই এই সাজা কার্যকর হবে।

মালয়েশিয়ার ট্যাবলয়েড পত্রিকা দ্য সান- এর অনলাইন সংস্করণে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়, ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি কুয়ালা সেলাঙ্গোরের আলম জায়া জেরামে পলাশ কুমার (২৯) নামে এক বাংলাদেশিকে নির্মাণাধীন ভবনে হত্যা করা হয়। ভবনের দশম তলায় পলাশের মাথাবিহীন লাশ পাওয়া যায়।

সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে ওই ভবন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করে। এ মামলায় ২০১৯ সালের ২৩ অক্টোবর সোহেলকে দোষী সাব্যস্ত করেন হাইকোর্ট।

সোহেলের আইনজীবী আমিরুল জামালুদ্দিন আদালতকে তার মক্কেলের মৃত্যুদণ্ডকে জেলের মেয়াদে পরিবর্তন করার আবেদন করেন, যা দণ্ডবিধির ৩০২ ধারায় একটি সংশোধনীমূলক ব্যবস্থা।

আমিরুল জামালুদ্দিন জানান, হত্যাকাণ্ডটি উসকানির কারণে মুহুর্তের প্ররোচনায় ঘটেছে। এটি পূর্বপরিকল্পিত ছিল না।

Comments

The Daily Star  | English

External balance swings to surplus after 3yrs

The country’s balance of payments returned to a surplus in the fiscal year (FY) 2024-25, ending a three-year spell of deficits.

11h ago