পোর্ট সুদান থেকে জাহাজে জেদ্দা যাওয়ার অপেক্ষায় ৬৫০ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া প্রায় ৬৫০ বাংলাদেশি খার্তুম থেকে নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় আছেন তারা।
খার্তুম থেকে ৬৫০ জন বাংলাদেশি বাসে পোর্ট সুদান যান। ছবি: মো. সৈকত

যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া প্রায় ৬৫০ বাংলাদেশি খার্তুম থেকে নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় আছেন তারা।

তাদের একজন মোহাম্মদ সৈকতের সঙ্গে কথা হয় দ্য ডেইলি স্টারের। তিনি বলেন, 'সুদান থেকে আমাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দূতাবাস সমন্বয় করছে।' 

'আমরা জাহাজে জেদ্দায় যাওয়ার জন্য পোর্ট সুদানে অপেক্ষা করছি,' বলেন তিনি।

বুধবার পোর্ট সুদানে পৌঁছে তারা একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান করেন। রাতে খাবারের জন্য তাদের রুটি ও কলা দেওয়া হয়েছিল বলে জানান সৈকত।

তিনি বলেন, 'সকালে দূতাবাস কর্তৃপক্ষ আমাদের পাসপোর্ট নিয়ে গেছে। তারা আমাদের জেদ্দায় পাঠানোর চেষ্টা করছে।'

সকালে তাদের খিচুড়ি খেতে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

সৈকত আরও জানান, সেখানে নারীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।

সুদানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৬৫০ জন বুধবার পোর্ট সুদানে পৌঁছাবেন বলে এর আগে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments