যুদ্ধবিরতির সময় আরও ৭২ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিলেও সুদানে সংঘর্ষ চলমান

যুদ্ধবিরতির মধ্যেও দেশটির রাজধানী খার্তুমে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।
যুদ্ধবিরতির সময় আরও ৭২ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিলেও সুদানে সংঘর্ষ চলমান
সুদান ও চাদ সীমান্ত থেকে পানি সংগ্রহ করছেন এক নারী। ছবি রয়টার্স

সুদানের নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আরও ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার পর আরও ৭২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

তবে যুদ্ধবিরতির মধ্যেও দেশটির রাজধানী খার্তুমে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী যুদ্ধবিরতি কয়েক হাজার লোককে নিরাপদে সরে যেতে সাহায্য করেছে। বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

এর আগে গত সোমবার মধ্যে রাত থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।

গত ১৫ এপ্রিল দেশটির ক্ষমতা দখলে ২ সামরিক নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরুর পর এ নিয়ে চতুর্থবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হলো বিবদমান পক্ষগুলো।

সংঘর্ষে দেশটিতে এখন পর্যন্ত অন্তত চারশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।

প্রথমবার ঘোষণা করা যুদ্ধবিরতি স্থানীয় সময় মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুদানের নিয়মিত সেনাবাহিনী যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয় এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কয়েক ঘণ্টা পরে যুদ্ধ বিরতিতে রাজি হয়।

দক্ষিণ সুদান উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং দেশটির সেনাবাহিনী আলোচনায় প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে।

 

Comments