মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক নির্মাণের কাজ করার সময় মাটিচাপা পড়ে তিন জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মাললেয়শিয়া সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটি চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক নির্মাণের কাজ করার সময় মাটিচাপা পড়ে তিন জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ।

তবে নিহত বাংলাদেশিদের নাম প্রকাশ করেননি তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিকরা কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। মাটির নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে মাটি খুড়বার যন্ত্র ব্যবহার করতে দেখেছেন তিনি।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৪টার দিকে তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।

Comments