বর্ণাঢ্য আয়োজনে ভেনিস বাংলা স্কুলের বিজয় উৎসব

গতকাল শনিবার ভেনিসের মেসত্রের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই উৎসবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন করেছে ইতালির ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ।
উৎসবের আলোচনা পর্বে অংশ নেওয়া বক্তারা। ছবি: পলাশ রহমান

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন করেছে ইতালির ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ।

গতকাল শনিবার ভেনিসের মেসত্রের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই উৎসবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

উৎসবে ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীরা নাচ-গান-কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। আর শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।

ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে উৎসবের প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালি। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পলাশ রহমান, সহসভাপতি মো. আকতার উদ্দিন ও রুনু আক্তার। বক্তব্য দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকবে। কিন্তু রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে হলে, মানুষের অধিকার নিশ্চিত করতে হলে, মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা—সাম্য, সামাজিক মর্যাদা ও মানবিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।

বক্তাদের ভাষ্য, বিজয় দিবসে মাথায় পতাকা বাধা, গান করা, কবিতা আবৃত্তি করা এই উৎসবের উপলক্ষ মাত্র। এতে প্রকৃত দেশপ্রেম প্রকাশ পায় না। প্রকৃত দেশপ্রেম হলো রাষ্ট্রের প্রতি স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা। দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করা।

ভেনিস বাংলা স্কুলের সাবেক শিক্ষার্থী জুয়াইরিয়া উদ্দিন দেখা তার মাস্টার্স কোর্সে অসাধারণ ফলাফল করায় বিজয় উৎসবে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।   

উৎসবের সাংস্কৃতিক পর্বটি সঞ্চালনা করেন সোহেলা আক্তার বিপ্লবী ও মোহাম্মদ আশিক। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Comments