বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো দুবাইয়ে গ্লোবাল বিজনেস কনফারেন্স

গ্লোবাল বিজনেস কনফারেন্সে অতিথিরা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকান ম্যাগাজিনের আয়োজনে গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

২২ ও ২৩ ডিসেম্বর দুদিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপ বিষয়ে একাধিক মতবিনিময় হয়।

কনফারেন্সে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রসিদ্ধ ব্যবসায়ীরা যদি দেশে বিনিয়োগে বেশি বেশি আগ্রহ দেখান, তাহলে দেশ আরও এগিয়ে যেতে বেশি সময় লাগবে না৷ গ্লোবাল বিজনেস কনফারেন্সের মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা ও ব্যবসার সুযোগ তৈরি হবে৷'

আমেরিকার সফল ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরী বলেন, 'বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে৷ দেশের ব্যাপারে ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে।'

গ্লোবাল বিজনেস কনফারেন্সে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুজ্জামান বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে উপস্থাপন করতে আমরা ঐক্যমতে পৌঁছেছি৷'

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম. কে. বাশার শিক্ষার ওপর আলোচনায় বলেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট সিটিজেন ও স্মার্ট অর্থনীতি আবশ্যক। আর এসবের জন্য প্রথমেই প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করতে প্রবাসীদেরকে এই খাতে বিনিয়োগ করতে হবে।'

কনফারেন্সে উপস্থিত ছিলেন আল মাতিয়া গ্রুপের চেয়ারম্যান জুমা মাদানি, এনআরবি ওয়ার্ল্ডের সেক্রেটারি আইয়ুব আলী বাবুল, বিজনেস আমেরিকার এডিটর এনামুল হক এনাম প্রমুখ৷

অধিবেশনে ১০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক কর্মকর্তাসহ বিভিন্ন খাতের শতাধিক বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা উপস্থিত ছিলেন।

কনফারেন্সের শেষাংশে বিভিন্ন ক্যাটাগরিতে আমিরাত ও আগত অতিথি ব্যবসায়ীদের সম্মাননা প্রদান করা হয়।

Comments

The Daily Star  | English

'Extremism raising its head in Bangladesh'

Threat endangers the country’s very existence, Mirza Fakhrul says

49m ago