দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বাংলাদেশ

সামিটের উদ্দেশ্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং আসন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে পরামর্শ দেওয়া।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৪ এ অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

'সরকারের ভবিষ্যৎ গঠন' প্রতিপাদ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৪।

আজ সোমবার শুরু হওয়া শীর্ষ সম্মেলনটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ারের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় সামিটটি৷

সামিটের উদ্দেশ্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং আসন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে পরামর্শ দেওয়া।

এতে ফোকাস করা হচ্ছে—সরকারের ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি, উন্নয়নের মডেল ও ভবিষ্যত অর্থনীতির পুনর্গঠন, ভবিষ্যত সমাজ ও শিক্ষা, স্থায়িত্ব ও নতুন বৈশ্বিক রূপান্তর এবং নগরায়ন ও বিশ্ব স্বাস্থ্য।

এ ছাড়া, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, বিভিন্ন দেশের নির্বাচন, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাতিক বিষয়গুলো এই শীর্ষ সম্মেলনে আলোচনা করার কথা রয়েছে।

Comments