মালয়েশিয়ায় বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে

নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার ক০রেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ইফতারের সময় কমলার জুস খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বাংলাদেশি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক পাকিস্তানির বিরুদ্ধে।

সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬ এর একটি কারখানার শ্রমিক হোস্টেলে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

আজ বুধবার এক বিবৃতিতে জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, সন্দেহভাজন ৫১ বছর বয়সী ওই পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ পাওয়ার ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সকালে আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।

দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। এতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানান পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

16m ago