ধানমন্ডিতে বাসায় ছুরিকাঘাতে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

নিহত এ কে এম আব্দুর রশিদ (৮২) পেশায় চিকিৎসক ছিলেন।

গতরাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'ওই বাসার ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

প্রতিবেশীরা জানান, হামলাকারীরা ডাকাতি করতে ওই বাসায় ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে।

ওই বাড়ির ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন বলেন, 'আব্দুর রশিদ ওই বাসার মালিক। তিনি ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে তারা দেশে আসেন। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাকে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি।'

বাঁধন আরও জানান, এই দম্পতি প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বর চলে যান।

আব্দুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা জানতে পেরেছি আব্দুর রশিদ বারান্দার দরজা খুলে নামাজ পড়ছিলেন, এসময় দুই-তিনজন চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকে পড়ে। সেসময় বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে কোনো কিছুর আঘাতে অথবা স্ট্যাব করলে তিনি মারা যান।'
 
'আমরা বিষয়টি তদন্ত করছি, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে', যোগ করেন তিনি।
 

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

2h ago