ঢাকা-কুয়ালালামপুর বিমানের বিশেষ অতিরিক্ত ফ্লাইট সন্ধ্যা সোয়া ৭টায়

বিমান
ফাইল ছবি

ঢাকা-কুয়ালালামপুর রুটে আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ দিন হওয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বিমান এ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী যেতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান।

ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গীকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) বিমানের মতিঝিল অফিসে সরবরাহ করবে। 

বায়রার তালিকা অনুযায়ী নগদ টাকা দিয়ে এ ফ্লাইটের টিকেট কেনা যাবে।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ এই অতিরিক্ত ফ্লাইটের টিকেটের দাম ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করেছে।

 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago