রাজশাহী-কক্সবাজার রুটে চালু হচ্ছে নভোএয়ারের ফ্লাইট

রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে উড়োজাহাজ চলাচল।
অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে নভোএয়ার। ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে উড়োজাহাজ চলাচল।

আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি কক্সবাজার পৌঁছবে দুপুর ১২টায়।

আজ রোববার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে নভোএয়ার।

নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, টিকিটের সর্বনিম্ন মূল্য ৫ হাজার ৯০০ টাকা।

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago