ঢাকা-মুম্বাই রুটে ইন্ডিগোর ফ্লাইট চালু

ভারতের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনস ইন্ডিগো ঢাকা-মুম্বাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

গতকাল রোববার থেকে তারা এই রুটে যাত্রী পরিবহন শুরু করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ১৭৭ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর প্রথম ফ্লাইটটি গতকাল দুপুর ২টা ৩৫ মিনিটে ছেড়ে যায়।

ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে ইন্ডিগোর সদর দপ্তর। এয়ারলাইনসটি সপ্তাহে এই রুটে ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

প্রতি শনিবার, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তাদের ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়বে স্থানীয় সময় সকাল সোয়া ১০টায়। বাংলাদেশ সময় দেড়টায় ঢাকায় অবতরণ করবে।

এই রুটে যাওয়া-আসার ভাড়া ২৪ হাজার টাকা এবং একমুখী যাত্রার ভাড়া শুরু হবে ১৫ হাজার টাকা থেকে।

বহরের আকার ও যাত্রীর হিসাবে ইন্ডিগো সবচেয়ে বড় কম ভাড়ার এশিয়ান এয়ারলাইনস।

এয়ারলাইনসটি ৯৬টি গন্তব্যে দৈনিক ১ হাজার ৮০০ ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে ৭১টি অভ্যন্তরীণ এবং ২৫টি আন্তর্জাতিক রুট রয়েছে।

 

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

2h ago