টুইটার অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের নাম মুছে দিলেন ক্যানিয়ে ওয়েস্ট

আমেরিকান জনপ্রিয় র‍্যাপার ক্যানিয়ে ওয়েস্ট তার টুইটার অ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলেছেন। এর আগে ট্রাম্পের সঙ্গে দেখা করার সংবাদ টুইটারে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নিন্দা কুড়িয়েছিলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প ও ক্যানিয়ে ওয়েস্ট, ছবি: হলিউডরিপোর্টারডটকম

আমেরিকান জনপ্রিয় র‍্যাপার ক্যানিয়ে ওয়েস্ট তার টুইটার অ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলেছেন। এর আগে ট্রাম্পের সঙ্গে দেখা করার সংবাদ টুইটারে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নিন্দা কুড়িয়েছিলেন তিনি।

গত সোমবার ওয়েস্ট তার অ্যাকাউন্ট থেকে ট্রাম্প-বিষয়ক টুইটগুলো মুছে দেন। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি তিনি।

তবে লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক সেলিবব্রিটি নিউজ ওয়েবসাইট টিএমজেড জানায়, ট্রাম্পের ‘মুসলিম নিষেধাজ্ঞা’ এবং অন্যান্য বিতর্কিত সিদ্ধান্তের কারণে বিরক্ত হয়ে ওয়েস্ট এমন কাজ করেছেন।

ওয়েবসাইটি জানায়, হোয়াইট হাউজের নতুন কর্তার কর্মকাণ্ডে ওয়েস্ট ভীষণ বিরক্ত। ট্রাম্পের প্রতি তার যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিলো তা এখন উবে গেছে। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পের সঙ্গে দেখা করে ওয়েস্ট টুইটারে লিখেছিলেন, তিনি “সাংস্কৃতিক বৈচিত্র্য” নিয়ে কথা বলতে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন।

এই জনপ্রিয় র‍্যাপারের বিশ্বাস, “আমরা যদি সত্যিই কোন পরিবর্তন চাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সরাসরি এ বিষয়ে কথা বলা জরুরি।”

কিন্তু ২০ জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর ট্রাম্পের বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্তের পর মনে হচ্ছে ওয়েস্ট নতুন প্রেসিডেন্টের সঙ্গে আর কোন যোগাযোগ রাখতে চান না।

Comments