আরও ৩ দিন আইসিইউতে দিলীপ কুমার

Dilip Kumar
বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। ছবি: দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

শারীরিক অবস্থার একটু উন্নতি হলেও আরও তিনদিন আইসিইউতে থাকতে হবে বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারকে।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট অজয় কুমার পাণ্ডে গণমাধ্যমকে বলেন, “আজ (৬ আগস্ট) তাঁর শরীরে জ্বর নেই। শ্বাসকষ্টটাও কমেছে। তিনি সচেতন রয়েছেন। তবে বয়সের কারণে তাঁকে আরও দুই-তিনদিন হাসপাতালে রাখতে হবে।”

ডিহাইড্রেশন ও ইউরিন ইনফেকশন হওয়ায় বর্ষীয়ান এই অভিনেতাকে ২ আগস্ট সন্ধ্যায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ ডিসেম্বর এই হাসপাতালেই তাঁর ৯৪তম জন্মদিন উদযাপন করা হয়েছিলো।

বয়সজনিত নানা জটিলতার কারণে কয়েক বছর থেকেই চলচ্চিত্র জগতের এই মহাতারকাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত এই অভিনেতার অভিনয় জীবন শুরু হয় ১৯৪৪ সালে “জোয়ার ভাটা” ছবির মাধ্যমে। এরপর, “দেবদাস” ও “মুঘল-এ-আজম” ছবি দুটির মাধ্যমে তিনি অবিস্মরণীয় হয়ে উঠেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে।

দিলীপ কুমারকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে মুক্তি পাওয়া “কিলা”-য়।

আরও পড়ুন: চিকিৎসকদের পর্যবেক্ষণে দিলীপ কুমার

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago