জরিমানা গুনবেন সালমান খান

বলিউডের ঈদের সিনেমা মানেই সালমান খান। আর সালমানের সিনেমা মানেই বক্স অফিসে বাজিমাত। “টিউব লাইট” সিনেমার বদৌলতে এই ধারণায় ভাটা পরেছে। তাইতো এবার পরিবেশকদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন বলিউডের “সুলতান”।
Tubelight

বলিউডের ঈদের সিনেমা মানেই সালমান খান। আর সালমানের সিনেমা মানেই বক্স অফিসে বাজিমাত। “টিউব লাইট” সিনেমার বদৌলতে এই ধারণায় ভাটা পরেছে। তাইতো এবার পরিবেশকদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন বলিউডের “সুলতান”।

গত ঈদে মুক্তি পেলেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি “টিউবলাইট”। তিন সপ্তাহ পর ছবিটির ব্যবসা প্রায় ১১৪ কোটি ভারতীয় রুপি। যেখানে সাল্লু ভাইয়ের “সুলতান” ও “বজরঙ্গি ভাইজান” মুক্তির প্রথম তিন দিনের রোজগার ছিল ১০০ কোটি রুপি।

বলিউডের একজন ট্রেড অ্যানালিস্ট কোমল নেহতা সম্প্রতি তাঁর টুইটারে জানিয়েছেন, টিউবলাইটের লোকসান মেটাতে ছবির পরিবেশকদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন সালমান খান।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, “টিউবলাইট”-এর লোকসানের জন্য নাকি ক্ষতিপূরণের দাবি উঠেছিল পরিবেশকদের তরফ থেকেই। আর সে কারণেই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ভাইজান। ক্ষতিপূরণের অংকটাও নেহায়েত কম নয়। প্রায় ৫৫ কোটি রূপি।

আরও পড়ুন: উপস্থাপনায় পূর্ণিমা-চঞ্চল চৌধুরী

গত ২৩ জুন মুক্তি পায় কবির খান পরিচালিত “টিউবলাইট”। কিন্তু মুক্তির পর আশানুরূপ সাফল্য পায়নি সিনেমাটি। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পটভূমিকায় তৈরি হওয়া বলিউডের এই ছবিতেই প্রথম অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

2h ago