বিনোদন পার্কে ঘোরাঘুরির খরচ বাড়ছে
আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুযায়ী অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের বিভিন্ন সেবার খরচ বাড়তে পারে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
১৯৭৯ সালে রাজধানীর শাহবাগে প্রথম শিশুপার্ক স্থাপন করা হয়। এর ছয় বছর পর শ্যামলীর শিশুমেলা পার্ক খোলা হয়।
১৯৯০ সালে গুলশানের ওয়ান্ডারল্যান্ড বিনোদন পার্ক স্থাপিত হয়েছিল। এটি দেশের প্রথম বেসরকারি পার্ক। তবে সরকারি জমির ওপর নির্মিত হওয়ায় দুই দশক পর পার্কটি ভেঙে ফেলা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস (বিএএপিএ) এর তথ্যমতে, গত দুই দশকে এই খাতে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং প্রায় ৬ লাখ লোক সরাসরি কর্মসংস্থান হয়েছে।
বর্তমানে বাংলাদেশে ৩০০ টিরও বেশি বিনোদন ও থিম পার্ক রয়েছে। এর মধ্যে শতাধিক পার্ক বাএপিএ এর সদস্য। এ খাতের বার্ষিক আয় ৫ হাজার কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উত্থাপিত হলো।
৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
Comments