ক্যাশলেস হলে করপোরেট ট্যাক্স কমবে

ক্যাশলেস হলে করপোরেট ট্যাক্স কমবে

ক্যাশলেস হলে করপোরেট প্রতিষ্ঠানের আয়কর দুই দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমানোর প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

প্রস্তাবনা অনুযায়ী, অনিবন্ধিত কোম্পানির জন্য বিদ্যমান ২৭ দশমিক ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করপোরেট কর দিতে হবে।

তবে এক্ষেত্রে শর্ত থাকবে সব ধরনের আয়, প্রাপ্তি, ৫ লাখ টাকার একক লেনদেন এবং ৩৬ লাখ টাকার বেশি বার্ষিক সব খরচ ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে।

একইভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়কর ২২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

তবে এক্ষেত্রে শেয়ার অফলোডিং অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার অন্তত ১০ শতাংশ হতে হবে। এর কম হলে কোম্পানিকে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।

লেনদেনে ব্যাংক ট্রান্সফারের শর্ত মেনে চললে আয়করের হার হবে ২২ দশমিক ৫ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, 'অর্থনীতিকে আরও প্রাতিষ্ঠানিক করতে একক ব্যক্তির কোম্পানিকে উৎসাহ দিতে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর মতো তাদের একই শর্ত মেনে চলার সাপেক্ষে একক ব্যক্তির কোম্পানির ক্ষেত্রে করহার ২২ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।'
 

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

19m ago