বাণিজ্য

রেডিসনে শুরু হয়েছে জাকজমক ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠান

দেশের অর্থনীতিতে অনুকরণীয় অবদানের জন্য শীর্ষ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হচ্ছে আজ।

দেশের অর্থনীতিতে অনুকরণীয় অবদানের জন্য শীর্ষ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হচ্ছে আজ।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে ২০তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে।

এবার ৩ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

ক্যাটাগরি ৩টি হলো-বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট অব দ্য ইয়ার, এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার এবং বিজনেস পারসন অব দ্য ইয়ার।

পরিকল্পনামন্ত্রী
ডিএইচএল-ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: স্টার

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সাল থেকে ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এ সম্মাননা দিয়ে আসছে।

এবারের বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের প্রতিপাদ্য 'সমৃদ্ধির সেতু, সীমান্তের ওপারে সংযোগ'।

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড বর্তমানে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননার মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়।

Comments

The Daily Star  | English

BB lets bankers offer existing dollar rate to exporters

In its effort to arrest the fall in forex reserves and bring unrealised export proceeds into the country, the Bangladesh Bank today allowed bankers to offer the existing US dollar exchange rate to exporters.

9m ago