শিপিং করপোরেশনের মুনাফা ২১৩ শতাংশ বেড়ে ২২৫ কোটি টাকা

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২১-২২ অর্থবছরে ২২৫ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা করেছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২১-২২ অর্থবছরে ২২৫ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা করেছে।

আগের অর্থবছরে সরকারি এই প্রতিষ্ঠানটি ৭২ কোটি টাকা মুনাফা করেছিল। এ বছর মুনাফা বেড়েছে ২১৩ শতাংশ।

বিএসসি এ বছর শেয়ার প্রতি ১৪ টাকা ৮০ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর লভ্যাংশ ছিল ৪ টাকা ৭২ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে জামা দেওয়া এক প্রতিবেদনে বিএসসি বলেছে, শিপিং সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা মেনে সঠিক ব্যবস্থাপনা ও সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ও কারিগরি সাফল্য পেয়েছে বিএসসি। কোম্পানির ব্যয় নিয়ন্ত্রণে রেখে এভাবে মুনাফা বেড়েছে।

২০২০-২১ অর্থবছরে বিএসসির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৬০ টাকা ২৮ পয়সা থেকে বেড়ে ৭২ টাকা ৫২ পয়সা হয়েছে।

মুনাফা বাড়ায় শিপিং করপোরেশনের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। সেই সঙ্গে অপরিশোধিত তেল বহনের জন্য দুটি মাদার ট্যাংকার ও দুটি মাল্টিপারপাস মাদার বাল্ক ক্যারিয়ার কেনারও সিদ্ধান্ত হয়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিএসসির ৬০ কোটি ৭১ লাখ টাকা মুনাফা হয়। আগের বছর একই প্রান্তিকে মুনাফার পরিমাণ ছিল ৬৬ কোটি ২০ লাখ টাকা।

Comments