সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মুনাফা চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১০৯ শতাংশ বেড়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মুনাফা চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১০৯ শতাংশ বেড়েছে।

অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এবং মালবাহী কনটেইনার সেবার মাধ্যমে সামিট জুলাই-সেপ্টেম্বরে ১০ কোটি ৯০ লাখ টাকা লাভ করেছে। আগের বছরের একই সময়ে লাভ করেছিল ৫ কোটি ২১ লাখ টাকা।

প্রতিষ্ঠানটির আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বরে ছিল ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২২ পয়সা।

২০২১ সালের একই ত্রৈমাসিকে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ প্রবাহ ছিল ৩৮ পয়সা, যা এ বছর জুলাই-সেপ্টেম্বরে বেড়ে ৬৬ পয়সা হয়েছে।

৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সমন্বিত সম্পদের মূল্য ছিল ৩৪ টাকা ৮০ পয়সা এবং ৩০ জুন ছিল ৩৪ টাকা ৩৪ পয়সা।

এ আর্থিক বিবরণীর নিরীক্ষা অবশ্য এখনো করা হয়নি।

২০০৩ সালে চট্টগ্রামের পতেঙ্গায় সামিট অ্যালায়েন্স ৩টি কনটেইনার ডিপো স্থাপন করে। 

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, চট্টগ্রাম ও মুন্সীগঞ্জের মুক্তারপুরের ডিপো ব্যবহার করে দেশের মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ সামিটের মাধ্যমে পরিচালিত হয়।
 

Comments