সীতাকুণ্ড বিস্ফোরণ: নিহত আরও ৮ জনের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত আরও ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা নিহতদের মরদেহ। ছবি: ছবি: এফ এম মিজানুর রহমান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত আরও ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ঘটনার ১ মাস পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই ৮ মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

এ নিয়ে ওই ঘটনায় নিহত ৫১টি মরদেহ ৩৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) ও অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা সুমন বনিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ২৯ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ পরিদর্শক সুমন বনিক বলেন, 'ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা ৮টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে।'

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, আঞ্জুমানে মফিদুল ইসলামে ২ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মরদেহ আছে বলে জানান তিনি। 

তিনি বলেন, 'আমি এখন চমেক হাসপাতালে আছি এবং নিহত ৫ জনের পরিবারের সদস্যদের মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে বলেছি।'

Comments