ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আগামীকাল ১ জানুয়ারি শুরু হচ্ছে। ছবি: রেফায়েত উল্লাহ মীরধা/ স্টার

ঢাকার পূর্বাচলে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হচ্ছে আগামীকাল রোববার।

আজ মেলাস্থলে এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী বাণিজ্য মেলার ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।

টিপু মুনশি বলেন, মেলায় পণ্য প্রদর্শনের জন্য ৩৩১টি স্টল ও প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

মেলা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কুড়িল থেকে বাণিজ্য মেলার ক্রেতা-দর্শনার্থীদের জন্য ৫০টি শাটল বাস চালু করেছে।

বাসের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মেলায় প্রবেশ মূল্য বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago