টিসিবির জন্য ৯২.৪৬ টাকা দরে মসুর ডাল ও ১৮২ টাকা দরে তেল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৯২ টাকা ৪৬ পয়সা দরে ৮ হাজার মেট্রিক টন মসুরের ডাল এবং ১৮২ টাকা দরে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৯২ টাকা ৪৬ পয়সা দরে ৮ হাজার মেট্রিক টন মসুরের ডাল এবং ১৮২ টাকা দরে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে মসুরের ডাল ভারত থেকে আমদানি করা হবে।

এর জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। ডাল সরবরাহ করতে ভারতের ইটিসি অ্যাগ্রো প্রসেসিং প্রাইভেট লিমিটেডের স্থানীয় এজেন্ট এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড।

Comments