চিনি ৬০, মসুর ডাল ৭০, সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করবে টিসিবি

ফ্যামেলি কার্ডধারী ১ কোটি পরিবার ভর্তুকি মূল্যে ৫ ধরনের পণ্য কিনতে পারবেন
কাল থেকে ঢাকায় ৪ পণ্যের ট্রাক সেল শুরু
ট্রাক থেকে টিসিবির পণ্য বিক্রি। স্টার ফাইল ফটো

রমজান উপলক্ষে ৬০ টাকা দরে চিনি বিক্রির ঘোষণা দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

আগামীকাল বৃহস্পতিবার থেকে ফ্যামেলি কার্ডধারী ১ কোটি পরিবার ভর্তুকি মূল্যে ৫ ধরনের পণ্য কিনতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

একজন কার্ডধারী কেজিপ্রতি ৬০ টাকা দরে চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকা দরে ১ কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে খেজুর শুধুঢাকা সিটি করপোরেশনে বিক্রি হবে।

২০২২ সালের রমজানে, টিসিবি প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা প্রতি লিটার এবং পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি করেছিল। 
টিসিবির তথ্য অনুযায়ী, আজ ঢাকায় প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
বাংলাদেশে প্রতি বছর ২০ লাখ টন চিনির প্রয়োজন হয় এবং আমদানি করা কাঁচা চিনি চাহিদার ৯৮ শতাংশ পূরণ করে, যা মূলত ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে আসে।

Comments