চিনির দাম কেজিতে ৩ টাকা কমল

আগামী ৮ এপ্রিল থেকে নতুন এ দাম কার্যকর
চিনি
চিনি। ছবি: সংগৃহীত

চিনির দাম কেজিতে ৩ টাকা কমানো হয়েছে। এতে খুচরাপর্যায়ে প্যাকেটজাত চিনির দাম হবে প্রতি কেজি ১০৯ টাকা ও খোলা চিনি ১০৪ টাকা।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে নতুন এ দাম কার্যকর হবে।

গত ১ ফেব্রুয়ারি খোলা ও প্যাকেটজাত চিনির দাম যথাক্রমে ১০৭ টাকা ও ১১২ টাকা নির্ধারণ করে সরকার।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আজ ঢাকার বাজারে ব্যবসায়ীরা প্রতি কেজি চিনি বিক্রি করেছেন ১১২-১১৫ টাকায়, যা এক সপ্তাহ আগের দর থেকে কিছুটা বেশি।

Comments

The Daily Star  | English

Fire breaks out on LPG tanker at Kutubdia anchorage

31 people, including 18 crew comprising nine Bangladeshis, eight Indonesians, and one Indian, were rescued

35m ago