সুগন্ধি চাল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে সরকার শিগগির সুগন্ধি চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
নীলফামারী সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামে একজন হাস্যোজ্জ্বল কৃষক তার খেতে উত্পাদিত সুগন্ধি ধানের ঝুড়ি ধরে রেখেছেন। ছবি: ইএএম আসাদুজ্জামান/স্টার

রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে সরকার শিগগির সুগন্ধি চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমরা সবাইকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিচ্ছি না। কেস-টু-কেস ভিত্তিতে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হবে। অনেকেই ইতোমধ্যে আবেদন করেছেন।'

তিনি জানান, সার্কুলার না দেওয়া হলেও কোনো রপ্তানিকারক চাইলে এখনই সুগন্ধি চাল রপ্তানি করতে পারবেন।

তিনি বলেন, 'আগে অনেক রপ্তানিকারককে কোটা দেওয়া হলেও তারা সুগন্ধি চাল রপ্তানির কোটা পূরণ করতে পারেননি।'

তপন কান্তি ঘোষ বলেন, 'মূলত যারা কোটা পূরণ করতে পারেননি, তাদেরকেই কোটা পূরণের সুযোগ দিতে এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হবে।'

Comments