ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে চিনি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ার ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ার ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের আনন্দ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।

মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চিনির বাজারে অস্থিরতা সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী ৯০ টাকার পরিবর্তে ১১০ টাকায় চিনি বিক্রি করছে। অভিযানে এমন ৪ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে।'

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও জানান, আনন্দবাজারের রিপন স্টোরকে ৪ হাজার টাকা, মীনা বাজার স্টোরকে ৩ হাজার টাকা, নূরতাজ স্টোরকে ২ হাজার টাকা এবং মথুর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt to form commissions to reform 6 key sectors: Yunus

The commissions are expected to start their functions from October 1 and they are expected to complete their work within the next three months, said Chief Adviser Prof Muhammad Yunus in his televised address to the nation

3h ago