ইভ্যালির গ্রাহক তালিকা ও আটকে থাকা অর্থের পরিমাণ জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

ইভালির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পূর্নাঙ্গ তালিকা এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থের পরিমাণ জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ইভ্যালি

ইভালির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পূর্নাঙ্গ তালিকা এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থের পরিমাণ জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গত বৃহস্পতিবার চিঠি দিয়ে মন্ত্রণালয় এ সব তথ্য জানতে চেয়েছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সৈয়দ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইভ্যালির ব্যবস্থাপনা পর্ষদকেও ১১ ডিসেম্বরের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।'

'পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ ইভ্যালির গ্রাহকদের পরিশোধ করতে চাই,' বলেন তিনি।

তিনি জানান, মন্ত্রণালয়ের কাছে ইভ্যালির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই, যার ভিত্তিতে অর্থ ফেরত দেওয়া যেতে পারে। তাছাড়া, কত টাকা আটকে আছে তাও মন্ত্রণালয়ের জানা দরকার।

সৈয়দ আলী বলেন, 'ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়া কবে থেকে শুরু হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। গ্রাহকদের তালিকার পাওয়া এবং গেটওয়েতে আটকে থাকা অর্থের পরিমাণের ওপর এটি নির্ভর করবে।'

 

Comments