ইলন মাস্কের স্পেসএক্সের ২ কর্মকর্তা যে কারণে ঢাকায়

তারা আইসিটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ইলন মাস্ক, স্পেসএক্স, স্টার লিংক, জুনাইদ আহমেদ পলক,

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের দুই কর্মকর্তা ঢাকায় এসে পৌঁছেছেন। তারা আইসিটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইতোমধ্যে স্পেসএক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরেডিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধওয়ারেশে আইসিটি ডিভিশনে পৌঁছেছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত থাকবেন।

আশা করা হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা স্পেসএক্সের কর্মকর্তাদের কাছে বাংলাদেশে তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও বিনিয়োগ নিয়ে জানতে চাইবেন।

এছাড়া  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা বাংলাদেশে স্টারলিংকের সরঞ্জাম উৎপাদনের কোনো সুযোগ আছে কি না এবং তারা হাই-টেক পার্কে বিনিয়োগ করবে কি না সে বিষয়ে জানতে চাইবেন বলেও ধারণা করা হচ্ছে।

Comments