ইসলামী ব্যাংকের নাম বদলেছে

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি করা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কোম্পানি (দ্বিতীয় সংশোধনী) আইন ২০২০ অনুসারে, একটি ব্যাংককে পিএলসি শব্দগুচ্ছ ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির নাম ও অ্যাসোসিয়েশন অব আর্টিকেলস পরিবর্তন করতে হবে।

এ জন্য ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিও নিতে হয়।

বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো সংশোধিত কোম্পানি আইন ১৯৯৪ মেনে চলার জন্য পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) শব্দগুচ্ছ ব্যবহার করছে। ২০২০ সালে এই আইনে সংশোধনী আনা হয়।

পিএলসি একটি পাবলিক কোম্পানি ও এটি যুক্তরাষ্ট্রের পাবলিক ট্রেডেড কোম্পানির সমতুল্য, যা ইনকর্পোরেটেড বা কর্পোরেশন পদবী বহন করে।

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

2h ago