শ্রীমঙ্গলে বিক্রি হচ্ছিল নকল ব্রান্ডের চা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ বস্তা নকল চায়ের মোড়ক জব্দ ও সাতটি চায়ের গুদাম সাময়িকভাবে বন্ধ করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান চালান।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'তানভীর টি হাউজ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের নকল মোড়কে নিম্নমানের চা ভরে বিক্রি করছিল। ফলে ভোক্তারা প্রতারিত হচ্ছেন এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ চা ব্যবসা বন্ধে সারাদেশে চা বোর্ডের অভিযান অব্যাহত থাকবে।'
Comments