আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

বেনাপোল কাস্টমস হাউজ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমলেও ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বেনাপোল কাস্টমস হাউজ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা। আদায় হয়েছে ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা। আমদানি হয়েছে ১৭ লাখ ২১ হাজার ৭৮০ টন পণ্য।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয়েছিল ১৪ লাখ ৪৫ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে পণ্য আমদানি হয়েছিল ২১ লাখ ১৪ হাজার টন এবং এর আগে ২০২০-২১ অর্থবছরে আমদানি করা হয়েছিল ২৬ লাখ ৪৪ হাজার টন পণ্য। 

২০১৯-২১ অর্থবছরে পণ্য আমদানি করা হয়েছিল ২০ লাখ ৩৮ হাজার ৬৪ টন। ২০১৮-১৯ অর্থবছরে পণ্য আমদানি করা হয় ২০ লাখ ১১ হাজার ৬ টন পণ্য।

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সিনিয়র সহ সভাপতি আমিনুল হক জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকটের কারণে গত কয়েক বছর ধরে এলসির সংখ্যা কমিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। 

ফলে আমদানি কমে গিয়ে বছরের শুরুতেই  রাজস্ব ঘাটতি দেখা দেয়। অর্থ বছরের শেষ দিকে উচ্চ শুল্কের পণ্য আমদানি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়ও বেড়ে যায় । 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কামাল  উদ্দিন শিমুল বলেন, গত অর্থবছরে সরকারের বড় বড় মেগা প্রকল্পের পণ্য আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। ফলে কাস্টমসের রাজস্ব আদায় বেড়ে যায়।

 

Comments

The Daily Star  | English
Bangladesh rubber imports rise 33 percent FY25

Rubber imports rose 33% last fiscal year

Import reliance grows as domestic rubber supply chain faces disruption

15h ago