স্বর্ণের দাম ভরিতে ১৬২১ টাকা কমেছে

বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, স্বর্ণ,
রয়টার্স ফাইল ফটো

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমবে।

বাজুস প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতিভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা, আগে যা ছিল ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে খাঁটি স্বর্ণের দাম কমায় গতকাল তাদের মূল্য নির্ধারণ ও মূল্য পরিবীক্ষণ সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে নতুন মূল্য কার্যকর হবে।

দেশে বর্তমানে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ থেকে ৪০ টন।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

9h ago