রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলার ছাড়াল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, আজ বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ২২ দশমিক শূন্য চার বিলিয়ন ডলারে।
এক সপ্তাহ আগে রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক চার এক বিলিয়ন ডলার।
তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মার্চে মোট তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে দুই দশমিক ছয় এক বিলিয়ন ডলার।
Comments