আজও এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি, স্থবির রাজস্ব কার্যক্রম

আগারগাঁওয়ে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি। ছবি: স্টার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে আজও কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। এতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম।

আজ রোববার সকাল ৯টা থেকে সারাদেশের কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা কর্মবিরতিতে যান।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।

কর্মবিরতির কারণে কাস্টমস হাউসগুলোতে রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া অন্যান্য সব কার্যক্রম বন্ধ রয়েছে। ভ্যাট ও আয়কর বিভাগের মাঠ পর্যায়ের অফিসগুলোতেও কার্যক্রম বন্ধ।

গত ১২ মে অন্তর্বর্তী সরকার 'রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' জারি করে, যেখানে এনবিআর বিলুপ্ত করে কর নীতি বিভাগ ও রাজস্ব সংগ্রহ বিভাগ গঠনের কথা বলা হয়।

এরপর থেকে এই অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন করেন এনবিআর কর্মকর্তারা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

অর্থ মন্ত্রণালয় অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিলেও কর্মকর্তাদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তা প্রত্যাখ্যান করার পর কর্মবিরতি শুরু হয়।

গতকাল শনিবারও ঢাকাসহ দেশের সব কর অঞ্চল, কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত থাকলেও কোনো দাপ্তরিক কাজে অংশ নেননি।

 

Comments

The Daily Star  | English
flood in northern Bangladesh

Over one lakh stranded in north as rivers swell

Over 100,000 people have been stranded as the Teesta and Dudhkumar rivers swelled above danger level, flooding vast areas of cropland, homes and low-lying regions in northern Bangladesh.

5h ago