এনবিআরের ৪ শীর্ষ কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠাল সরকার

এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড ভবন। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। 

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই ৪ কর্মকর্তারা হলেন—এনবিআরের তিন সদস্য হোসেন আহমেদ, মো. আলমগীর হোসেন, মো. আবদুর রউফ এবং বরিশাল কর অঞ্চলের কমিশনার শব্বির আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তারা সরকারি চাকরিতে ২৫ বছরের বেশি সময় পূর্ণ করেছেন এবং জনস্বার্থে তাদের অবসর দেওয়া হলো।

জানা গেছে, অবসরে পাঠানো চার কর্মকর্তা সম্প্রতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত আন্দোলনের সমর্থক ছিলেন। 

এর আগে, গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। 

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের নিয়ে ধর্মঘট করে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটান।

এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ১১ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে গত ২৮ ও ২৯ জুন দেশব্যাপী ধর্মঘট ও কর্মবিরতিতে যান এনবিআর কর্মকর্তারা। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা দেখা দেয়।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল এনবিআর চেয়ারম্যানের অপসারণ, কর সংস্কার সুপারিশ প্যানেলে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং 'প্রতিশোধমূলক বদলি'র অবসান।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এক অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে। এর পরিবর্তে গঠন করা হয় 'রাজস্ব নীতি বিভাগ' ও 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ'। এ সিদ্ধান্তের পর থেকেই এনবিআরের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

কর্মকর্তাদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সরকার কাস্টমস ও বন্ড কমিশনারেটকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করে এবং কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি দেয়। 

পরে সরকারের চাপ ও ব্যবসায়ীদের অনুরোধে এনবিআর কর্মকর্তারা ২৯ জুন রাতে কর্মবিরতি প্রত্যাহার করেন।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

4h ago