শিল্পপ্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী জনবল পাওয়া যাচ্ছে না: এফবিসিসিআই সভাপতি

এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন
মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোতে চাহিদা অনুযায়ী জনবল পাওয়া যাচ্ছে না, ফলে একদিকে যেমন শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে তেমনি শিল্প প্রতিষ্ঠানগুলোতেও দক্ষ কর্মীর অভাব প্রকট হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি মনে করেন, এ অবস্থা থেকে উত্তরণে শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন করতে হবে।

তিনি বলেন, 'আমাদের অর্থনীতির পরিমাণ এখন প্রায় ৪৬০ মিলিয়ন, যা প্রতিদিন বাড়ছে। ফলে, অর্থনীতির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদা জোরালো হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা এবং দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিশেষ শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।'

'বিদেশে দক্ষ কর্মী পাঠানো গেলে তাদের আয় দ্বিগুণ হবে। আর দক্ষ জনবল গঠনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে কারিকুলামেও পরিবর্তন আনতে হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ট্রেনিং প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করতে হবে।'

এসময় চাকরিতে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে বিউবিটি চাকরি মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি। বিইউবিটি ক্যাম্পাসে আয়োজিত এই চাকরি মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৪০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যৌথভাবে এই মেলার আয়োজনে করেছে বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স অফিস ও বিডিজবস।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago