চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন গ্রেডের চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। 
রয়টার্স ফাইল ফটো

স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন গ্রেডের চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। 

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি বিবৃতির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশ ভারতের প্রধান ধান উৎপাদনকারী রাজ্য। এ রাজ্যগুলোতে গড় বৃষ্টিপাত কমে যাওয়ায় ধান উৎপাদন নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে দেশটি।

দেশটি ইতোমধ্যে গম রপ্তানি নিষিদ্ধ এবং চিনি রপ্তানি সীমিত করেছে।

Comments