ভারত

পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করল ভারত

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত।
পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ, ভারত, রপ্তানি,
ভারতের পুনের মানচর গ্রামে পেঁয়াজ বাছাই করছেন কয়েকজন শ্রমিক। ছবিটি ২০১৯ সালের ১১ নভেম্বর তোলা। ছবি: রয়টার্স

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত। মূলত পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ও দাম স্থিতিশীল রাখতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শীতে রোপণ করা ফসলের কথা উল্লেখ করে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, দেশীয় ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, গত আগস্টে পেঁয়াজের অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিল ভারত।

Comments