বিদেশি কর্মীদের কর ছাড়ের মেয়াদ বাড়াচ্ছে চীন

চীন, প্রবাসী, বেইজিং,
বেইজিংয়ের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে হাঁটছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

চীনে কর্মরত বিদেশি নাগরিকদের অগ্রাধিকার আয়কর নীতির মেয়াদ ২০২৭ সালের শেষ পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন সরকার ২০২২ সালে বিদেশি কর্মীদের জন্য কর অব্যাহতীর বিধান বাতিলের প্রস্তাব করেছিল, তবে পর্যালোচনাভিত্তিতে এই স্কিমটি চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনের ফরেন চেম্বার অব কমার্স এবং ব্যবসায়িক সংগঠনগুলো চীন সরকারের কাছে জানতে চেয়েছিল, সরকার বাড়ি ভাড়া, শিশু শিক্ষা, ভাষা প্রশিক্ষণ ও অন্যান্য ব্যয়ের ওপর থেকে প্রবাসীদের কর ছাড় সুবিধার নীতির মেয়াদ আরও বাড়াবে কিনা।

চায়না-ব্রিটেন বিজনেস কাউন্সিলের জ্যেষ্ঠ পরিচালক কিরণ প্যাটেল বলেন, 'আমরা বিশ্বাস করি- এই সুবিধা মেধাবী প্রবাসীদের চীনে থাকতে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি বহুজাতিক সংস্থাগুলো প্রবাসী কর্মীদের নিয়োগ ও তাদের প্যাকেজের কাঠামো নিয়ে স্পষ্ট তথ্য জানাতে পারবে।'

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির ধীরগতি ও বিদেশি বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে লড়াই করছে চীনা কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago